ডাবল সেঞ্চুরি পেলেন শান্ত
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত। শান্তর দানবীয় ব্যাটিংয়ের পর মধ্যাঞ্চল নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৮৫ করে ইনিংস ঘোষণা করে। যেখানে জয়ের জন্য দক্ষিণাঞ্চলকে করতে হবে ৫০৭ রানের বিশাল সংগ্রহ।
রোববার ম্যাচের তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। আগের দিনে ১২২ রানে অপরাজিত থাকা শান্ত এদিন ক্যারিয়ার সেরা ইনিংসই খেলেন। তিনি শেষ পর্যন্ত ৩১০ বলে ২৫৩ রানের হার না মানা ইনিংস খেলে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ২৫টি চার ও ৯টি ছক্কা।
এর আগে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ২০১৭-১৮ মৌসুমে ১৯৪ রান করেছিলেন শান্ত। ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর এ ব্যাটসম্যানের সেটাই ছিল ক্যারিয়ার সেরা ইনিংস।