নিন্দুকদের কড়া জবাব দিলেন সৃজিত
বিয়ের পর প্রথম ভালোবাসা দিবসে স্বামী সৃজিত মুখার্জীর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন মিথিলা। ছবির শিরোনামে লেখেন, ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা,কারা যে ডাকিল পিছে,বসন্ত এসে গেছে।’ ছবি দেখে অনেকেই শুভকামনা জানিয়েছেন তাদের আগামীর জীবনের জন্য। তবে বাজে মন্তব্যও এসেছে ছবির নিচে।
এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, তাহসানের মতো হ্যান্ডসাম বয়কে ছেড়ে ওল্ড বয়কে ধরেছে। আর একজন আবার লিখেন, ঠিক যেন বাবা ও মেয়ে। মজার ছলে এসব মন্তব্যের উত্তর দিয়েছেন সৃজিত।
সৃজিত লিখেছেন, আমি জানি। রোজ আয়না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি, দুটোর জন্যই টাকা জমাচ্ছি।
প্রসঙ্গত, বোটক্স আর প্লাস্টিক সার্জারির বদৌলতেই তারকাদের বয়স বোঝা যায় না। সেদিকটাই ইঙ্গিত করেছেন সৃজিত।