দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি সিরিজও ইংল্যান্ডের
সিরিজ নির্ধারণী ম্যাচ। এ কারণে এটাকে বলা হচ্ছিল অঘোষিত ফাইনাল। এমন ম্যাচে ২২২ রান করার পর দক্ষিণ আফ্রিকার জয়ই অনেকে ধরেই নিয়েছিল। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। হেনরিক্স ক্লাসেন ৩৩ বলে করেন ৬৬ রান। ২৪ বলে ৪৯ রান করেন টেম্বা বাভুমা। ২০ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কক ২৪ বলে করেন ৩৫ রান।
কিন্তু ইংল্যান্ডের ঝড়ো ব্যাটিংয়ের সামনে এই ২২২ রানের বিশাল চ্যালেঞ্জও টিকলো না। ৫ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং একই সঙ্গে সিরিজও হারলো তারা ২-১ ব্যবধানে।তবে ওই জয়ের পর জরিমানাও গুনতে হল ইংলিশদের। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
২২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন মরগ্যান। মরগ্যানের আগে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন জস বাটলার এবং জনি বেয়ারেস্ট। ২৯ বলে ৫৭ রান করেন বাটলার। ৯টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ৩৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন জনি বেয়ারেস্ট। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১২ বলে ২২ রান করে আউট হন বেন স্টোকস।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আন্দিল পেহলুকাইয়ো, তাবরিজ শামসি এবং ডোয়াইনে প্রিটোরিয়াস।