দক্ষ জনশক্তি নিয়োগে দোহার প্রতি ঢাকার আহবান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ থেকে দক্ষ কর্মী এবং চিকিৎসক, প্রকৌশলী ও নার্সদের মতো পেশাদার নিয়োগের জন্য কাতারের প্রতি আহবান জানিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও কাতারের মধ্যে অনুষ্ঠিত প্রথম প্রতিমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় তিনি বলেন, ‘কাতার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী এবং পেশাদারদের যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ও নার্স নিয়োগ করতে পারে … বাংলাদেশ সরকার শ্রমিকদের ব্যয়-সাশ্রয়ী ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য কাজ করছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।
সভায় শাহরিয়ার বলেন, উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে আরও আন্তঃসংযোগ হতে পারে এবং উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারে।তিনি বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি যৌথ বাণিজ্য ও ব্যবসায় পরিষদ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ২০২০ সালের জানুয়ারি শেষে দোহায় আয়োজিত সফল ‘মেড ইন বাংলাদেশ’ বাণিজ্য মেলার কথা উলেখ করেন। বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও দোহা বিমান পরিচালন ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও সমদ্র বিষয়ক খাতে সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন যে আইটি বাংলাদেশের একটি বিকাশমান ক্ষেত্র যেখানে বিপুল সংখ্যক আইটি পেশাদার নিযুক্ত হচ্ছেন।
কাতারের প্রতিমন্ত্রী আল-মুরাইখি দ্বিপক্ষীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি উলেখ করেন যে বাংলাদেশ ও কাতারের মধ্যে ৪০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার উল্লেখযোগ্য পরিসর রয়েছে।
কাতারের প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে তারা রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কাতারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই পরামর্শে অংশ নেন।