ইদলিবে তুর্কি অভিযান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বুধবার সতর্ক করে বলেছেন, ইদলিব প্রদেশে বিরোধী অবস্থান লক্ষ্য করে চালানো সিরিয়ার সামরিক বাহিনীর হামলা বন্ধে তাদের অভিযান শুরু করা ‘কেবলমাত্র সময়ের ব্যাপার।’ খবর এএফপি’র।
তুর্কি প্রেসিডেন্ট পার্লামেন্টে দেয়া ভাষণে তার দলের আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, তিনি যেকোন মূল্যে সীমান্ত এলাকায় সিরীয় ও তুরস্কের জনগণের জন্য একটি নিরাপদ স্থান তৈরীর ব্যাপারে বদ্ধপরিকর।
সিরীয় সরকার ও তাদের মিত্র দেশ রাশিয়া ২০১৮ সালে করা চুক্তি অনুযায়ী অস্ত্রবিরতির ব্যাপারে সমর্থন প্রত্যাহরে তার দাবি প্রত্যাখান করেছে।
পহেলা ডিসেম্বর থেকে চালানো অভিযানে প্রায় নয় লাখ বেসামরিক নাগরিক গৃহহীন হয়ে পড়েছে।জাতিসংঘ জানায়, সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র দেশের হামলায় শত শত লোক প্রাণ হারিয়েছে।
জাতিসংঘ মুখপাত্র স্টিফান ডুজারিক সোমবার সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিব দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইন সকলকে অবশ্যই মেনে চলতে হবে। এক্ষেত্রে কোন সামরিক সমাধান নেই।