অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। আজ (বুধবার) নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বোর্ড সভাপতি জানিয়েছেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবেন মাশরাফি। পাশাপাশি ধারণা দিয়েছেন, এটাই হতে পারে মাশরাফির টাইগার অধিনায়ক হিসেবে শেষ সিরিজ। এরপর দলে খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে। সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করে আসতে হবে মাশরাফিকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সীমিত ওভারের জন্য নতুন অধিনায়ক খুঁজবে বিসিবি। নতুন অধিনায়কের অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য করে নতুনভাবে দল ঘোছাতে চায় বিসিবি। পাপন বলেন, ‘পরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমাদের নতুনভাবে দল ঘোছানো দরকার। এ জন্য আমাদের একজন অধিনায়ক দরকার। বিশ্বকাপে যাবার আগে নতুন অধিনায়কের অধীনে আমরা অন্তত দু’বছর খেলতে চাই। তাই খুব শীঘ্রই আমরা নতুন অধিনায়কের নাম ঘোষনা করবো। পরবর্তী বোর্ড সভায় সিদ্বান্ত নেয়া হতে পারে।