বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের হামলায় আহত মার্কিন সৈন্যের সংখ্যা ১১০

ইরানের হামলায় আহত মার্কিন সৈন্যের সংখ্যা ১১০ 

american-nevy

 

ইরাকে গত মাসে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত পাওয়া যুক্তরাষ্ট্রের সৈন্যের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।এরআগে যে সংখ্যা জানানো হয়েছিল এ সংখ্যা তার চেয়ে একজন বেশি। গত ১০ ফেব্রুয়ারি আগের সংখ্যা জানানো হয়।পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, সেখানে ইরানের ওই হামলায় আহত সকলেই মস্তিষ্কে আঘাত পেয়েছেন পরীক্ষা-নিরীক্ষায় তা ধরা পড়েছে। এদের মধ্যে ৭৭ জন ইতোমধ্যে তাদের দায়িত্বে ফিরে গেছেন।বিবৃতিতে আরো বলা হয়, ৩৫ জনকে আরো উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার কোন সৈন্য আহত হয়নি। যদিও পরে কর্তৃপক্ষ জানিয়েছিল যে সেখানে হামলায় প্রায় এক ডজন সৈন্য আহত হয়।গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় এর প্রতিশোধ নিতে ওই সামরিক ঘাঁটিতে ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone