প্রথম বাংলাদেশি হিসেবে ১৩০০০ আন্তর্জাতিক রান করার কৃতিত্ব দেখিয়েছেন তামিম ইকবাল
তামিম ইকবাল ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২০৪টি। টেস্ট ৬০টি। টি-টোয়েন্টি ৭৭টি। আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করতে মাঠে নামার আগে তিন ফরম্যাটে তার রান ছিল ১২৯৭৩টি। ১৩০০০ আন্তর্জাতিক রান হতে প্রয়োজন ছিল ২৭ রান। মধ্যাহ্ন বিরতির পর তিনি ২৭ রান পেরিয়ে যান। তাতে ১৩০০০ আন্তর্জাতিক রান করার কৃতিত্ব দেখান।
এ পর্যন্ত ৬০ টেস্টে ১১৫ ইনিংস খেলে তার মোট রান ৪৪০৫ টি। ওয়ানডেতে ৬৮৯২টি। আর টি-টোয়েন্টিতে ১৭১৭। মোট (৪৪০৫+৬৮৯২+১৭১৭=১৩০১৪)।
Posted in: খেলা