বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » করোনাভাইরাস আতঙ্কে সৌদিতে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত

করোনাভাইরাস আতঙ্কে সৌদিতে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত 

c52d7316023720bf3f4c23de37f8288d

 

করোনাভাইরাস আতঙ্কে ওমরাহ ও পর্যটনের উদ্দেশ্যে সৌদি গমনেচ্ছুদের ভিসা বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানায় খবর এএফপি’র।মন্ত্রণালয়বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।তবে এ আদেশ বছরের যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।দেশটিতে উমরাহের উদ্দেশে প্রতি মাসে বিশ্বের লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায় নতুন এই করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশসমূহের পর্যটকদের ভ্রমণ ভিসাও স্থগিত করা হয়েছে।

উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে চলতি সপ্তাহে কয়েকজন এই ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone