বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যকেজ ঘোষণা করেছে । একটি হলো সাধারণ, অন্যটি ইকোনমি। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা, আর ইকোনমি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৭ হাজার টাকা। এটিই সর্বনিম্ন বেসরকারি হজ প্যাকেজ। হজ প্যাকেজ দুটি ঘোষণা করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
তিনি বলেন, হজযাত্রীদের হজ প্যাকেজের সমুদয় মূল্য আগামী ৩০ মার্চের মধ্যে এজেন্সির অনুকূলে পরিশোধ করতে হবে। তবে হজযাত্রীদের কোরবানি এই হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। হজযাত্রীদের কোরবানির জন্য প্রত্যেককে ৫২৫ রিয়াল নগদ নিতে হবে। কোনো এজেন্সি হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্যের কমে কোনোভাবেই হজযাত্রীদের কাছ থেকে টাকা নিতে পারবে না বলেও জানান তিনি।