বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দিলু রোডে পাঁচতলা ভবনে আগুন, শিশুসহ ৩ জনের মৃত্যু

দিলু রোডে পাঁচতলা ভবনে আগুন, শিশুসহ ৩ জনের মৃত্যু 

1582776691

9924012_New Project(11)

রাজধানীর মগবাজার নিউ ইস্কাটনে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছে।  বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ভোর ৪টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এঘটনায় ১৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৯জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আহত শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৮) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। এছাড়াও ধোঁয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে একই পরিবারের চার সদস্য। তারা হলেন- মনির হোসেন, সুমাইয়া আক্তার, মাহাদী হাসান ও মাহমুদুল হাসান। হতাহতরা ওই ভবনের বাসিন্দা।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদরদপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর রাসেল শিকদার অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকান্ডে ওই গ্যারেজের ৫টি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেল পুড়ে গেছে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone