চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি ও লিঁওর জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এর আগে চারবার মুখোমুখি দেখায় একবারও রিয়ালকে হারাতে পারেনি ইংলিশ ক্লাবটি। এবার পিছিয়ে পড়েও রিয়ালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল পর্বের প্রথম পর্বে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।এর আগে ইসকোর গোলে ৬০ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক মাদ্রিদ। কিন্তু ৭৮ মিনিটে ডি ব্রুইনা প্রথমে গ্যাব্রিয়েল জেসুসকে দিয়ে গোল করানের পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে নিজে গোল করে সিটিজেনদের জয় উপহার দিয়েছেন। ম্যাচ শেষের চার মিনিট আগে জেসুসকে গোল করতে বাঁধা দেয়ায় সার্জিও রামোস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।অন্যদিকে জুভেন্টাসকে ১-০ গোলে পরাজিত করেছে ফরাসি ক্লাব লিঁও।নিজেদের মাঠে ৩১ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মিডফিল্ডার লুকাস টৌসার্ট। এই জয়ে আগামী ১৭ মার্চ ফিরতি লেগে কিছুটা হলেও এগিয়ে থাকলো লিগ ওয়ানে সপ্তম স্থানে থাকা লিঁও।প্রায় ২৫ বছর যাবত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দেখা না পাওয়া জুভেন্টাসের কাছে এটি বহুল কাঙ্খিত শিরোপায় পরিণত হয়েছে। কিন্তু সেই লক্ষ্যে গতকালকের ম্যাচে গুরুত্বপূর্ণ এ্যাওয়ে গোল তুলে নিতে তারা ব্যর্থ হয়েছে। পাওলো দিবালার শেষ মুহূর্তের গোলটিও বাতিল হয়ে যায়।