সাতপাকে বাঁধা পড়লেন সৌম্য সরকার
শুরু হলো ক্রিকেট তারকা সৌম্য সরকারের জীবনের নতুন ইনিংস। চোখ ধাঁধানো উৎসব আমেজে সাত পাকে বাঁধা পড়লেন এই জাতীয় দলের ক্রিকেটার।জমজমাট আয়োজনে সৌম্য সরকার ও কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুধবার রাত ৮টায় ঢাক-ঢোল পিটিয়ে আর বাদ্য বাজিয়ে বিশাল বহর নিয়ে বরযাত্রী আসে খুলনা ক্লাবে। সেখানে বরযাত্রীদের বরণ করা হয় ফুল ছিটিয়ে।পাঁচশ বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন সৌম্য।
সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার স্বদেশ কুমার সরকার বলেন, সনাতন ধর্মীয় রীতি-নীতি মেনে রাত ১১টায় সৌম্য সরকারের বিয়ে সম্পন্ন হয়েছে।প্রিয়ন্তি দেবনাথ পূজা তিন বোনের মধ্যে সবার ছোট। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়।বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। পূজা বর্তমানে ও লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে।