আজ মাঠে গড়াবে ‘এল ক্লাসিকো’
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাত দুইটায় মাঠে গড়াবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মহারণ। এগিয়ে যাওয়ার লড়াইয়ে লা লিগায় ১৮০তম বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।লা লিগায় এখন পর্যন্ত ১৭৯টি ‘এল ক্লাসিকো’ উপভোগ করেছে সমর্থকরা। এরমধ্যে ৩৫টি ম্যাচ ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। যার সর্বশেষটি ছিল ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র। বাকি ১৪৪ ম্যাচের মধ্যে ৭২টি করে জয় পেয়েছে দুই দল। আজকের ম্যাচে তাই জয়ের সংখ্যায় নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে দুই দলের।
ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে শেষ চার লা লিগার ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোনো এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের এটি সবচেয়ে বাজে রেকর্ড। দুই দলের সর্বশেষ সাত দেখায়ও জয় পায়নি লস ব্লাঙ্কোসরা। এদিকে লা লিগায় বর্তমানে বার্সেলোনা থেকে ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয় পেলে লিগে শীর্ষে উঠতে পারবে জিনেদিন জিদানের দল। আর হেরে গেলে বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট দূরে থাকবে রিয়াল। সেক্ষেত্রে শিরোপা দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়বে দলটি।