বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আজ মাঠে গড়াবে ‘এল ক্লাসিকো’

আজ মাঠে গড়াবে ‘এল ক্লাসিকো’ 

1582808988_279760_1582809783_noticia_normal_recorte1

 

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাত দুইটায় মাঠে গড়াবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মহারণ। এগিয়ে যাওয়ার লড়াইয়ে লা লিগায় ১৮০তম বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।লা লিগায় এখন পর্যন্ত ১৭৯টি ‘এল ক্লাসিকো’ উপভোগ করেছে সমর্থকরা। এরমধ্যে ৩৫টি ম্যাচ ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। যার সর্বশেষটি ছিল ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র। বাকি ১৪৪ ম্যাচের মধ্যে ৭২টি করে জয় পেয়েছে দুই দল। আজকের ম্যাচে তাই জয়ের সংখ্যায় নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে দুই দলের।

ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে শেষ চার লা লিগার ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোনো এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের এটি সবচেয়ে বাজে রেকর্ড। দুই দলের সর্বশেষ সাত দেখায়ও জয় পায়নি লস ব্লাঙ্কোসরা। এদিকে লা লিগায় বর্তমানে বার্সেলোনা থেকে ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয় পেলে লিগে শীর্ষে উঠতে পারবে জিনেদিন জিদানের দল। আর হেরে গেলে বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট দূরে থাকবে রিয়াল। সেক্ষেত্রে শিরোপা দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়বে দলটি।

 সাম্প্রতিক পারফরম্যান্সেও কিছুটা ব্যাকফুটে আছে রিয়াল মাদ্রিদ। লিগের শুরু থেকে ভালো অবস্থানে ছিল রিয়াল। পয়েন্ট তালিকার শীর্ষেও ছিল দীর্ঘ দুই মাসের মতো। তবে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় পেয়েছে রিয়াল। সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে নেই কোনো জয়। এরমধ্যে সর্বশেষ দুই ম্যাচে হারের লজ্জা পায় সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। লেভান্তের বিপক্ষে ১-০ গোলে হারের পর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলের পরাজয় মেনে নেয় রিয়াল। জ়িনেদিন জ়িদান স্বীকার করে নিলেন, রিয়াল মাদ্রিদ বেশ চাপে রয়েছে। সচরাচর বড় ম্যাচের আগে কোচের  কাছ থেকে এমন স্বীকারোক্তি অপ্রত্যাশিত। কিন্তু রিয়ালের এখন এমনই অবস্থা যে, ঘরের মাঠে রবিবার লিয়োনেল মেসিদের সঙ্গে মহারণের আগে থরহরিকম্প লেগে গিয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone