মাগুরায় শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চা উৎসাহিত করতে আজ শনিবার মাগুরায় জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি গ্রুপে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ১২টি দলে ১২০ জন শিল্পী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় মাগুরায় জেলা পর্যায়ে প্রাথমিকে শালিখার আড়াপাড়া মডেল, মাধ্যমিকে শালিখার সিংড়ার সরস্বতি শিকদার গার্লস স্কুল ও কলেজ পর্যায়ে শ্রীপুর সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিনসহ অন্যরা। এ সময় বক্তারা দেশপ্রেম জাগ্রত রেখে একটি সংস্কৃতিমনস্ক সুন্দর জাতি গঠনে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত চর্চা উৎসাহিত করতে মাগুরায় উপজেলা ও জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শেষ হয়েছে। এসব দলের মধ্যে প্রথম হওয়া একটি করে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজ দলের শিল্পীরা আগামী ৫ মার্চ খুলনায় বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।