অবশেষে… হারলো লিভারপুল
চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুলকে মাটিতে টেনে নামাল পুঁচকে ওয়াটফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের প্রথম হারের স্বাদ দিল নিচের সারির দলটি। ঘরের মাঠে লিভারপুলকে শুধু হারানো নয়, একেবারে ৩-০ গোলে বিধ্বস্তই করেছে ওয়াটফোর্ড ।সমীকরণ অনুযায়ী এ ম্যাচসহ নিজেদের শেষ ১১ ম্যাচের ৪টিতে জিতলেই কোনো হিসেব ছাড়া ১৯৯০ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। এছাড়াও লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের একার করে নেওয়ার সুযোগ ছিল দলটির। তবে সেটি আর হলো না। আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির গড়া টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়েছিল অল রেডস খ্যাত দলটি।
ওয়াটফোর্ডের মাঠে প্রথমার্ধে গোলশূন্য কাটায় দুই দল। যদিও বল দখলে এগিয়ে ছিল লিভারপুলই। তবে আক্রমণের ক্ষেত্রে এগিয়ে ছিল ওয়াটফোর্ড। তবে কোনো দলই প্রতিপক্ষের গোলমুখে শট রাখতে পারেনি।প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দারুণ সুযোগ পায় ওয়াটফোর্ড। তবে বোকার মতো গোলের সুযোগ নষ্ট করেন ট্রয় ডেনি। ওয়াটফোর্ডের আক্রমণ ফেরালেও বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন অলরেডদের গোলরক্ষক আলিসন। ফাঁকায় থাকা ডেনি বল পেয়ে জালে বল না মেরে আলিসনের শরীর বরাবর মারেন।৫৪ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন ওয়ার্টফোর্ডের সেনেগালিজ উইঙ্গার ইসমাইল সার। ছয় মিনিট পর আরও এক গোল তার। সেই ধাক্কা সামলে ওঠতে না ওঠতেই ৭২ মিনিটে তৃতীয় গোলটি হজম করে লিভারপুল, গোল করেন ট্রয় ডিনি।