বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » Uncategorized » অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারাল প্রোটিয়ারা

অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারাল প্রোটিয়ারা 

919938304

 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৭৪ রানের বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা। পার্লে প্রথমে ব্যাট করা দ.আফ্রিকা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করে। জবাবে ৪৬তম ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় অজিরা।২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্টিভেন স্মিথ ছাড়া সফরকারীদের হয়ে সেভাবে আর কেউই দাঁড়াতে পারেনি। ৯৪ বলে ৭৬ রান করে অ্যানরিচ নর্তের বলে আউট হন স্মিথ। এছাড়া মার্নাস লাবুশানে ৪১ রান করেন।প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট নেন। আর নর্তে ও তাবরাইজ শামসি দুটি করে উইকেট নেন।টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের হয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। শেষ পর্যন্ত তিনি ১১৪ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা ছিল। এছাড়া ৭০ বলে ৬৪ করেন ডেভিড মিলার।

ব্লুমফন্টেইনে আগামী বুধবার হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৯১/৭ (মালান ০, ডি কক ১৫, বাভুমা ২৬, ভেরেইন ৪৮, ক্লাসেন ১২৩*, মিলার ৬৪, ফেলুকওয়ায়ো ০, মহারাজ ২, নরকিয়া ১*; স্টার্ক ১০-০-৫৯-২, হেইজেলউড ১০-০-৬৩-১, কামিন্স ১০-০-৪৫-৩, মার্শ ৫-০-৩৫-০, শর্ট ৫-০-৩৫-০, জ্যাম্পা ১০-০-৪৮-০)।

অস্ট্রেলিয়া: ৪৫.১ ওভারে ২১৭ (ওয়ার্নার ২৫, ফিঞ্চ ১০, স্মিথ ৭৬, লাবুশেন ৪১, মার্শ ১৬, কেয়ারি ৫, শর্ট ১৮, স্টার্ক ৫, কামিন্স ৬, জ্যাম্পা ৭*, হেইজেলু্ড ১; মহারাজ ১০-০-৪৮-১, নরকিয়া ৭.১-০-৩৯-২, এনগিডি ৮-০-৩০-৩, ফেলুকওয়ায়ো ১০-০-৫২-১, শামসি ১০-০-৪৫-২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হাইনরিখ ক্লাসেন

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone