মাশরাফির ‘৭০০’ উইকেট
ক্রিকেট ক্যারিয়ারে ‘৭০০’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৫ রানে ২ উইকেট নিয়ে ক্যারিয়ারে ‘৭০০’ উইকেট শিকার পূর্ণ করেন মাশরাফি।
জিম্বাবুয়ের ইনিংসের নবম ও নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রতিপক্ষের অধিনায়ক চামু চিবাবাকে আউট করে ম্যাচে প্রথম উইকেট নেন মাশরাফি। ফলে ক্রিকেট ক্যারিয়ারে তার শিকার সংখ্যা গিয়ে দাড়ায় ‘৬৯৯’তে।
এরপর জিম্বাবুয়ে ইনিংসের শেষ উইকেট হিসেবে তিনোতেন্ডা মুতোমবদজিকে থামিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। ‘৭০০’ উইকেট পূর্ণ করেন ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।
মাশরাফি বিন মর্তুজার বোলিং ক্যারিয়ার :
ফরম্যাট ম্যাচ উইকেট
লিষ্ট ‘এ’ ৩০৩ ৪১৯
প্রথম শ্রেনি ৫৭ ১৩৫
টি-২০ ১৬৩ ১৪৬
মোট ৫২৩ ৭০০