টানা তৃতীয়বারের মত ইংলিশ লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি
ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ফাইনালে ২-১ গোলে জেতে পেপ গুয়ার্দিওলার দল। এ নিয়ে সপ্তমবারের মতো লিগ কাপের স্বাদ পেলো সিটি। আর একটি জিতলেই আট শিরোপা নিয়ে এককভাবে শীর্ষে থাকা লিভারপুলকে স্পর্শ করবে ম্যানচেস্টারের দলটি। সার্জিও এগুয়েরো ও রডরিগোর গোলে সিটির জয় নিশ্চিত হয়। ভিলার পক্ষে এক গোল পরিশোধ করেছিলেন এমবিওয়ানা সামাত্তা। ইংলিশ লিগে সাফল্য সত্বেও গার্দিওলা অবশ্য ঘরোয়া এই লিগকে ততটা গুরুত্ব দিতে নারাজ। সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছিল ম্যান সিটি। অন্যদিকে ফাইনালে ভিলার পরাজয়ের অর্থ হচ্ছে ১৯৯৬ সালের পর আবারো তাদের শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো।ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে রডরিগোর পাসে ফোডেনের হেড থেকে বল পেয়ে যান এগুয়েরো। আর্জেন্টাইন এই তারকার ডিফ্লেকটেড শট ভিলার গোলরক্ষক ওরিয়ান নায়ল্যান্ডকে পরাস্ত করলে এগিয়ে যায় সিটি। কিছুক্ষণ পরেই ফোডেন অল্পের জন্য ব্যবধান দ্বিগুন করতে পারেননি। তবে ৩০ মিনিটে ইকে গুন্ডোগানের কর্ণার থেকে রডরিগোর শক্তিশালী হেডে ২-০ গোলে এগিয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নরা।
Posted in: খেলা