বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » তামিমের শীর্ষ স্থান এখন লিটনের

তামিমের শীর্ষ স্থান এখন লিটনের 

Liton-das

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হলেন ওপেনার লিটন দাস। সতীর্থ তামিম ইকবালের রেকর্ড ভেঙ্গে শীর্ষ স্থান দখল করলেন তিনি।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৬ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন। যার মাধ্যমে ভেঙ্গে যায় তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তামিমের রেকর্ডটি ছিলো ১৫৮ রানের।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫৮ রান করেছিলেন তামিম। অবশ্য ঐ ম্যাচে তামিম নিজেই তার রেকর্ড ভাঙ্গেন। কারণ বাংলাদেশের পক্ষে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিলো তামিমেরই। ২০০৯ সালে বুলাওয়েতে ১৫৪ রান করেছিলেন তামিম।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস গড়ার পথে আজ ১৬টি চার ও ৮টি ছক্কায় ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন।
লিটনের রেকর্ড গড়ার ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিমও। ৭টি চার ও ৬টি ছক্কায় ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন তামিম।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone