বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। 

Australia-Womens-team

 

নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ভারত। স্বপ্ন দেখেছিল বাজিমাত করার। কিন্তু প্রতিপক্ষ দলটি যখন ছয়বারের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া, তখন স্বপ্নভঙের দোলাচল সামনে এসেই যায় । ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ‘ব্যাক টু ব্যাক’ ও রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া । নিয়মিত ফাইনাল খেলার অভিজ্ঞতার প্রতিফলনই যেন পড়ল ম্যাচে। ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলল মেয়েদের ক্রিকেটের পরাক্রমশালী দল অস্ট্রেলিয়া। ভারত পারল না লড়াই জমাতেও। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড ৮৬ হাজার দর্শকের সামনে শিরোপার উল্লাসে মেতে উঠল অস্ট্রেলিয়ান মেয়েরা।দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড রান তোলে অস্ট্রেলিয়া। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় ৯৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।টুর্নামেন্টের সাত আসরে এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়ান মেয়েরা।স্ত্রীর ফাইনাল দেখতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়ে মেলবোর্নে এসেছিলেন মিচেল স্টার্ক। হিলি যেন সাজালেন নৈবেদ্য, ৭ চার ও ৫ ছক্কায় খেললেন ৩৯ বলে ৭৫ রানের ইনিংস। দুর্দান্ত ফর্মে থাকা বেথ মুনির ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ১০ চারে ৭৮ রানের অপরাজিত ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৪/৪ (হিলি ৭৫, মুনি ৭৮*, ল্যানিং ১৬, গার্ডনার ২, হেইন্স ৪, কেয়ারি ৫*; দিপ্তি ৪-০-৩৮-২, শিখা ৩-০-৫২-০, রাজেশ্বরি ৪-০-২৯-০, পুনম ৪-০-৩০-০, রাধা ৪-০-৩৪-১)

ভারত: ১৯.১ ওভারে ৯৯ (শেফালি ২, মান্ধানা ১১, তানিয়া ২ (রিটায়ার্ড হার্ট), জেমিমা ০, হারমানপ্রিত ৪*, দিপ্তি ৩৩, ভেদা ১৯, রিচা ১৮, শিখা ২, রাধা ১, পুনম ১, রাজেশ্বরি ১*; শুট ৩.১-০-১৮-৪, জোনাসেন ৪-০-২০-৩, মলিনিউ ৪-০-২১-১, কিমিন্স ৪-০-১৭-১, কেয়ারি ৪-০-২৩-১)

ফল: অস্ট্রেলিয়া ৮৫ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: অ্যালিসা হিলি

প্লেয়ার অব দা টুর্নামেন্ট: বেথ মুনি

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone