করোনা-ঝুঁকিতে নিতিনের বিয়ে
দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা নিতিন। প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। গত ১৫ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে শালিনি-নিতিন বাগদান সারেন। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।আগামী ১৬ এপ্রিল দুবাইতে নিতিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে নিতিনের বাবা-মা দুবাইতে বিলাসবহুল একটি হোটেল রিজার্ভ করে রেখেছেন। বেশ ঘটা করে বিয়ের আয়োজন চলছে। হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলেও জানা গেছে।এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, নিতিন-শালিনির বিয়ের আয়োজন চললেও করোনা ভাইরাস আতঙ্কে রয়েছে তাদের পরিবার। তারা এখন বিয়ের লোকেশন পরিবর্তন করার কথা ভাবছে। নিতিন-শালিনির বিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। কিন্তু ভেন্যু পরিবর্তন করে তারা এখন হায়দরাবাদে অনুষ্ঠান পরিকল্পনার কথা ভাবছে। কারণ করোনাভাইরাস আতঙ্কে মানুষ এখন জনাকীর্ণ স্থানে যেতে চাচ্ছে না। আর হাঁপানি রোগী ও বয়স্করা এ রোগের ঝুঁকিতে রয়েছেন। শালিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। শালিনি-নিতিন পরস্পরকে চার বছর ধরে চেনেন। দীর্ঘ দিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই প্রেমিক যুগল।