হাইভোল্টেজ ডার্বি ম্যাচে সিটিকে হারালো ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বিতে নিজেদের আধিপত্য ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। নগর প্রতিদ্বন্দ্বী থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বনে যাওয়া ম্যানচেস্টার সিটিকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ওলে গুনার সুলশাসের শিষ্যরা। ম্যাচের ৩০তম মিনিটে ফ্রি-কিক পায় ম্যানইউ। সেখান থেকে চিপ করে সিটির ফুটবলারদের মাথার ওপর দিয়ে মার্সিয়ালের কাছে বল পাঠান ফার্নান্দেস। আর বল পেয়ে ভলি থেকে গোল করতে ভুল করেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। পরে ম্যাচের যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন ম্যাকটমিনে। জটলা থেকে বল পেয়ে ৪০ গজ দূর থেকে শট নিয়ে গোলটি করেন তিনি।এর আগে গত ডিসেম্বরে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়াম থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল রেড ডেভিলসরা।