বান্দরবানে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জেলায় আজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী এক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘পর্যটন শিল্পের বিকাশে মহাপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ আহমেদ।
বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বান্দরবানের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।