আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, বর্তমানে আফগানিস্তানে যে সেনা মোতায়েন রয়েছে তা কমিয়ে ৮৬০০-তে নামিয়ে আনা হবে।সম্প্রতি সই হওয়া মার্কিন-তালেবান চুক্তির অংশ হিসেবেই এই সেনা প্রত্যাহার করা হচ্ছে। খবর আল জাজিরা।মার্কিন সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটিতে শান্তি ফিরে আসার কথা থাকলেও রাজনৈতিক গোলযোগ আরও বেড়েছে। এ দিনই দেশটির দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতা আশরাফ গণি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দুই প্রেসিডেন্টের দেশে আরও নতুন গোলযোগ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।