‘হাঙ্গামা ২’র মধ্য দিয়ে পর্দায় ফিরছেন শিল্পা শেঠি
‘হাঙ্গামা ২’র মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।হাস্যরসাত্মক গল্পের সিনেমা ‘হাঙ্গামা’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। তখন সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। ১৭ বছর পর আসছে এই সিনেমার সিকুয়েল। এতে অভিনয় করছেন শিল্পা শেঠি, পরেশ রাওয়াল, মিজান জাফরি ও প্রণীতা সুভাষের। পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ‘রঙ্গরেজ’ সিনেমার পর সাত বছর পর তিনি নতুন সিনেমা নির্মাণ করলেন।হাঙ্গামা’য় আফতাব শিবদাসানি ও রিমি সেন অভিনয় করেছিলেন। তবে সিকুয়েলে পরেশ রাওয়াল ছাড়া থাকছেন না আগের পর্বের কেউই। সিনেমাটি চলতি বছরের ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Posted in: বিনোদন