৫ দিনের মধ্যে এই প্রথম দ. কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
দক্ষিণ কোরিয়ায় বিগত পাঁচদিনের মধ্যে এই প্রথম বুধবার করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সিউল জানিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ক্রমেই নিয়ন্ত্রণে আসছে এমন আশার সঞ্চার হওয়ার পর এ খবর আসলো। খবর এএফপি’র।
চীনের বাইরে যেসব দেশে সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার অবস্থান প্রথম সারিতে। আর এর পরের অবস্থানেই রয়েছে ইতালি ও ইরান। চীনে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও মোকাবেলা সংস্থা (কেসিডিসি) জানায়,মঙ্গলবার দেশটিতে মোট ২৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে মোট ৭ হাজার ৭৫৫ জনে দাঁড়ালো।
তারা আরো জানায়, এ ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।
আগের দিন করোনাভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে প্রতিদিন সকালে দক্ষিণ কোরিয়া তা জানায়। পরপর চারদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা হ্রাস পাওয়ার পর মঙ্গলবার এই প্রথম এ ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সিউলের মেয়র পার্ক উন-সুন জানান, তবে মার্চ মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যার বৃদ্ধির তুলনায় এ বৃদ্ধি তুলনামূলকভাবে অনেক কম। মার্চের শুরুতে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়।