বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা ফুটবল দল ঘোষণা
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল দল। সামনের দুই রাউন্ডে খেলবে এ স্কোয়াড।দলে চমক হিসেবে এসেছে ২১ বছর বয়সী ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ব্রাইটনে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এ তরুণ। এর আগে দলের হয়ে প্রীতি ম্যাচে চিলি ও মেক্সিকোর বিপক্ষে খেলেছিলেন এ তারকা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিকে এর আগে পাঁচ ম্যাচে চার গোল করেছিলেন এ তারকা। চলতি মৌসুমের আগে বোকা জুনিয়র্স তাকে ধারে নিলেও ভালো খেলার ফলে আবার দলে টানে তাকে।দলের আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে ডাক পেয়েছেন সার্জিও অ্যাগুয়েরো, পাওলো দিবালা ও লাওতারো মার্টিনেজ। ভালো পারফর্ম করলেও এখনো উপেক্ষিত মাউরো ইকার্দি।
আর্জেন্টিনা ২৭ মার্চ ইকুয়েডর ও ১ এপ্রিল খেলবে বলিভিয়ার বিপক্ষে।
আর্জোন্টিনা স্কোয়াড
হুয়ান মুসো,নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি , রেঞ্জো সারাভিয়া, জার্মান পেজ্জেলা , নিকোলাস তাগলিয়াফিকো , লিওনার্দো বালের্দি , গুইডো রদ্রিগেজ , রবার্তো পেরেইরা , এক্সেকুইল প্যালাসিও, রদ্রিগো দি পল,মার্কোস অ্যাকুনা , লিয়ান্দ্রো পারেদেজ , নিকোলাস ডোমিঙ্গেজ , জিওভান্নি লে সেলসো , অ্যালেক্সিস মাক অ্যালিস্টার , লিওনেল মেসি , সার্জিও অ্যাগুয়েরো , ধুকাস অকাম্পস , লুকাস আলারিও , নিকোলাস গঞ্জালেস , পাওলো দিবালা , লাওতারো মার্টিনেজ ।