করোনাভাইরাস: স্থগিত চ্যাম্পিয়নস লিগ-ইউরোপা লিগ-ইংলিশ লিগ
এবার করোনার প্রভাব পড়লো চ্যাম্পিয়নস লিগ,ইউরোপা লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগে।আগামী সপ্তাহে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের সকল খেলা স্থগিত ঘোষণা করেছে উয়েফা।ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস-লিঁওর মধ্যকার শুক্রবারের ম্যাচ দুটো স্থগিত করা হয়েছে। উয়েফার ঘোষণায় আগামী সপ্তাহে বার্সেলোনা-নাপোলি আর বায়ার্ন মিউনিখ-চেলসির ম্যাচটিও স্থগিত হয়ে গেল।উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ার কোভিড-১৯ ভাইরাসের কারণে এবং বিভিন্ন সরকারের নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে, আগামী সপ্তাহের উয়েফা ক্লাব প্রতিযোগিতার সকল ম্যাচ স্থগিত করা হলো।এদিকে ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ লিগের আসন্ন সব ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।বেশিরভাগ ম্যাচে দর্শকশূন্য মাঠে খেলা হলেও করোনার আক্রমণ থেমে নেই। খেলোয়াড়-কোচদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি।সম্প্রতি পজিটিভ হিসেবে ধরা পড়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। চেলসির উইঙ্গার কলাম হজসন-ওদোইও করোনা আক্রান্ত।আর্সেনাল, এভারটন, লেস্টার সিটি আর ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করা হয়। শুক্রবার জরুরী মিটিংয়ে বসেন প্রিমিয়ার লিগের কমকর্তারা।