কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রুডোর সরকারি অফিস থেকেই এ তথ্য জানানো হয়েছে। জাস্টিন ট্রুডোও আক্রান্ত হওয়ার শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।।স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো তার লক্ষণ খুব গুরুতর নয় বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো। কিন্তু রোগ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আমি ১৪ দিন স্বেচ্ছা আইসোলেশনে থাকবো। আমার আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। আমি বেশ ভালো অনুভব করছি। প্রযুক্তি আমাকে ঘরে বসে কাজ করতে সাহায্য করছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি ট্রুডো দম্পতি। আর সেখান থেকে ফেরার পরই সোফির করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় বলে টুইটে জানান ট্রুডো নিজেই।