মিরপুরে ঝুটপট্টি বস্তিতে আগুন
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি।দুপুর ১টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ড শুরু হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য এসেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পরে ১১টি ইউনিট কাজ করছে।অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
Posted in: জাতীয়