বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » লন্ডনের হাউস অব লর্ডসে রুনা লায়লার লিজেন্ডস ফরএভারের প্রকাশনা উৎসব

লন্ডনের হাউস অব লর্ডসে রুনা লায়লার লিজেন্ডস ফরএভারের প্রকাশনা উৎসব 

1584279115_03

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার আয়োজনে উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে তার তৈরি করা অ্যালবাম ‘লিজেন্ডস ফরএভার’-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্য হাউস অব লর্ডসে। গত ১১ মার্চ এটির মোড়ক উন্মোচন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় গজলশিল্পী অনুপ জালোটা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, হাউস অব কমনসের এমপি সীমা মালহোত্রাসহ অনেকে। রুনা লায়লার সুর করা ‘লিজেন্ডস ফরএভার’ অ্যালবামে গান গেয়েছেন আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলী খান, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা নিজে। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল। গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি লন্ডনে পাঁচটি গানের ট্র্যাক তৈরির কাজ শুরু হয়। সংগীতায়োজনে ছিলেন রাজা কাশ্যপ। নিজের সুরে প্রথম অ্যালবামের মোড়ক উন্মোচন যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে হওয়ায় দিনটিকে স্মরণীয় দিন মনে করছেন রুনা লায়লা। তিনি জানান, প্রথমবার কোনো গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দ্য হাউস অব লর্ডসে। এটি সত্যি আমার জীবনের জীবনের স্মরণীয় একটি দিন, অসাধারণ মুহূর্তও। লিজেন্ডস ফরএভার অ্যালবাম নিয়ে বিবিসি রুনা লায়লার দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি অ্যালবাম তৈরির পেছনের গল্প বলেছেন। অতিথি হিসেবে বক্তব্য রাখছেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম। রুনা বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আলমগীর (চিত্রনায়ক) সাহেব। তার প্রযোজনা ও পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জন্যই আমার প্রথম সুর করা। এরপর আমার সুর ও সংগীতে এ প্রজন্মের কয়েকজন শিল্পী গান গেয়েছে। দেশের শিল্পীদের গাওয়া গানগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিক রাফি হোসেন একদিন কথায় কথায় বলেন, আপনার সুরে তো আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরাও গাইতে পারেন। তাহলে গানগুলো আরও বেশি আলোচিত হবে। তখনই বিষয়টি আমাকে বেশ ভাবায়। মূলত এরপর থেকেই অ্যালবামের কাজের শুরু। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের এমএক্স কার্ডের প্রযোজনায় প্রকাশিত হয় লিজেন্ডস ফরএভার শিরোনামে পাঁচটি গানের ভিডিও। এরপর যুক্তরাজ্যে হলো এই প্রকাশনা উৎসব।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone