গাজীপুরে ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে
গাজীপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রের কোয়ারেন্টিন থেকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তিনি ইতালিফেরত বলে জানা যায়। বিদেশফেরত যে ৪৮ জনকে গাজীপুরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এই ব্যক্তি তাদের একজন।গাজীপুরে সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গতকাল রাতে আমরা এটা নিশ্চিত হয়েছি।এ নিয়ে বাংলাদেশে মোট করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দাাঁড়ালো ১১ জনে। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Posted in: জাতীয়