ভাইরাস হুমকিকে ‘ছোটো’ করে দেখছেন রাজনীতিবিদরা
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বুধবার বলেছেন, রাজনৈতিক নেতারা করোনাভাইরাস হুমকির ভয়াবহতার মাত্রাকে ‘ছোটো’ করে দেখছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। খবর এএফপি’র।
বুধবার জার্মানির বিল্ড নিউজপেপারে প্রকাশিত এক সাক্ষাতকারে উর্সুলা ভন দির লিয়েন বলেন, ‘আমি মনে করি যে বিশেষজ্ঞ না এমন সকলে করোনাভাইরাসকে ছোট করে দেখছে।’
‘তবে বর্তমানে এটা সুস্পষ্ট যে এটি এমন একটি ভাইরাস যা আমাদেরকে অনেক দিন ধরে ব্যস্ত রাখবে।’
তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি যে দুই বা তিন সপ্তাহ আগের পদক্ষেপগুলো এখন নেয়া প্রয়োজন হবে।’
গত বছরের শেষের দিকে চীনের উহানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয় এবং ৭ হাজার ৯শ’ জনের মৃত্যু ঘটে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ ভাইরাস মোকাবেলায় জোর প্রচেষ্টা চালানোর মধ্যেই এসব লোকের মৃত্যু ঘটলো।