করোনা চিকিৎসায় জাপানের ওষুধ ‘নিশ্চিতভাবে কার্যকর’ দাবি চীনের
বিশ্বব্যাপী মহাবিপর্যয় নেমে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীন থেকে উৎপত্তি এই ভাইরাস এরই মধ্যে বিশ্বের ১৭২টি দেশে ছড়িয়ে পড়েছে।করোনাভাইরাস চীনকে মৃত্যুপুরী বানালেও সেখানে বর্তমানে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তবে বর্তমানে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে ইউরোপের দেশ ইতালিতে।ভাইরাসটি বিশ্বব্যাপী তাণ্ডব চালালেও এখনও এর নির্দিষ্ট কোনও প্রতিষেধক বের করা সম্ভব হয়নি। চিকিৎসাবিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। ঠিক এই মুহূর্তে ‘কোভিড-১৯ প্রতিরোধে সফল’ চীনা মেডিকেল কর্তৃপক্ষ দিচ্ছে আশা জাগানিয়া তথ্য।চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জন্য জাপানে ব্যবহৃত এক ধরনের ওষুধ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চীনে কার্যকর হয়েছে। জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাং শিনমিন বলেছেন, জাপানের ফুজিফ্লিম কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান টয়ামা কেমিক্যাল ওই ওষুধটির উৎপাদনকারী। তাদের এই ওষুধটি উহান ও শেনজেন শহরে করোনায় সংক্রমিত ৩৪০ জন রোগীর ওপর প্রয়োগ করে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।