বান্দরবানে বন্ধ সব পর্যটনকেন্দ্র
বান্দরবানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলার সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে ।
জেলা প্রশাসকের জারি করা নির্দেশে পর্যটকদের না আসার জন্য বলা হয়েছে । আবাসিক হোটেল-মোটেলেও কোনো পর্যটক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বান্দরবানে অবস্থান করা পর্যটকদের বান্দরবান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন বলেছেন, জেলায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। নিরাপদ এ অবস্থা ধরে রাখতে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করে পর্যটকদের বান্দরবানে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। এ জন্য জেলা শহরের মেঘলা, নীলাচলসহ সব পর্যটনকেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । একইভাবে শৈলপ্রপাত, নীলগিরি, স্বর্ণমন্দির ও রামাজাদিতেও পর্যটকদের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলাগুলোতেও পর্যটনকেন্দ্র বন্ধ করে দিয়ে পর্যটকদের ঢুকতে দেয়া হচ্ছে না ।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম জানিয়েছেন, রুমার বগালেক, কেওক্রাডং, তাজিংডং ও রিজুক ঝরনায় বাইরের লোকজনকে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে।