করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু
বাংলাদেশে কভিড-১৯ আক্রান্ত আরও একজন মারা গেছেন ।। শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে দুইজনের মৃত্যু হল।আক্রান্ত হয়েছেন আরও চারজন।আর আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার মানুষ রয়েছেন হোম কোয়ারান্টিনে। আর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আছেন ৫০ জন।এদিকে করোনা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও জনজমায়েতের ক্ষেত্রেও। মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
Posted in: জাতীয়