এএফসির ‘ম্যাজিক মোমেন্টসে’ আবাহনী
এএফসি শনিবার সেরা তিন ‘ম্যাজিক মোমেন্টস’ এর তালিকা প্রকাশ করে। সেখানে ২০১৪ সালের ফাইনালে কুয়েত প্রিমিয়ার লিগের দল কাদসিয়া এফসির জয়, ২০১০ সালের ফাইনালে জাকার্তার জেলোরা বুং কারনো স্টেডিয়ামের দর্শকের উল্লাসের সঙ্গে ঠাঁই পেয়েছে মিনেরভা পাঞ্জাবের বিপক্ষে আবাহনীর অবিস্মরণীয় জয়টি।
২০১৯ সালেল ২৬ জুনে পাওয়া আবাহনীর জয়টির ‘আবাহনীর যোগ করা সময়ের জয়’ শিরোনাম দিয়েছে এএফসি। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে নাবীব নেওয়ার জীবনের কর্নারে কেরভেন্স ফিলস বেলফোর্ড হেড করে গোল মুখে বল বাড়িয়ে দেওয়ার পর হেডেই জাল খুঁজে নেন সেসময় আবাহনীর হয়ে খেলা আফগানিস্তানের ডিফেন্ডার সাইঘানি।
সেবার ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয়ে দ্বিতীয় ধাপে উঠেছিল আবাহনী।
এবার অবশ্য এএফসি কাপে আবাহনীর পথচলা গতবারের মতো হয়নি। গত লিগে রানার্সআপ হওয়ার সুবাদে বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ড খেলতে হয়েছে। প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ধাপে জিতলেও দ্বিতীয় ধাপ পেরুতে পারেনি দলটি।