বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাশিয়ায় শুরু হল গণহারে অ্যান্টিবডি পরীক্ষা

রাশিয়ায় শুরু হল গণহারে অ্যান্টিবডি পরীক্ষা 

image-152100-1589639581

রাশিয়ায় মস্কোতে গত শুক্রবার থেকে অ্যান্টিবডি টেস্টের বিশাল কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রতি তিন দিনে ৭০ হাজার বাসিন্দার কাছে বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের আমন্ত্রণ জানানো হবে।

গত কয়েকদিন ধরেই দিনে ১০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছেন। রাশিয়ায় করোনা সংক্রমণের প্রায় অর্ধেকই হয়েছে মস্কোতে। মে মাসের শেষ নাগাদ শহরটিতে কড়া লকডাউন থাকছে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেন, প্রকৃত সংক্রমণের শিকার মানুষের সংখ্যা দাপ্তরিক তথ্যের চেয়ে অনেক বেশি। কারণ অনেক লোকের উপসর্গ দেখা দেয়নি বলে তারা বুঝতে পারেননি। গণপরীক্ষার মাধ্যমে জানা যাবে কারা আক্রান্ত। এটা ঝুঁকি না নিয়ে লকডাউন শিথিল করার সঠিক সময় নির্ধারণে কর্মকর্তাদের সহায়তা করবে।

মেয়র জানান, এই কর্মসূচির আওতায় কয়েকদিন পর পর প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নগরের ৩০টি ক্লিনিকে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করার আমন্ত্রণ জানানো হবে। এতে করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। যথেচ্ছভাবে নির্বাচন করে ইমেইল বা টেক্সট মেসেজ দিয়ে তাদের জানানো হবে।

এ পরীক্ষা অবশ্য স্বেচ্ছামূলক। যারা পরীক্ষা করাতে চান, তাঁদের অনলাইন নিবন্ধন করতে হবে। মস্কো নগর কর্তৃপক্ষ একটি অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার আশা করছে, যা মাসের শেষের দিকে তাদের দিনে ২ লাখ পরীক্ষা সম্পন্ন করার অনুমতি দেবে|

\নিজস্ব প্রতিবেদকঃ কবির হোসেন

 

 

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone