বিশেষ অফার টুইনমস স্মার্টফোন
প্রযুক্ত ডেস্ক : টুইনমস স্মার্ট ফোনে বিশেষ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। কোয়ার্ড কোর ১.২ গিগাহার্টজ সম্পন্ন এই স্মার্ট ফোনের ফিচারসমূহের মধ্যে রয়েছে এন্ড্রয়েড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়াল ব্যাটারি, ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম।
এই স্মার্ট ফোনের খুচরা মূল্য ১৭ হাজার ৯শ টাকা থেকে ১৬ হাজার ৯শ টাকা নির্ধারণ করা হয়েছে।
টুইনমস স্মার্টফোনে ৪ গিগাবাইট মেমোরি, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা।
৯.৮ মিলিমিটার স্লিম টুইনমস এর এই মোবাইল ফোনটির অন্যতম মৌলিক ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাৎ, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারর্নাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সকল ধরনের কাজ করা যায়।