আটলান্টিক মহাসাগর থেকে ৪৯ অভিবাসী উদ্ধার
আটলান্টিক মহাসাগর থেকে ৪৯ অভিবাসীকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের সবাই পুরুষ এবং ৩৫ জনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রায় সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক বলেও নিশ্চিত করা হয়।
রবিবার তাদের গ্র্যান্ড ক্যানেরিয়া দ্বীপে নিয়ে আসা হয়।
রেডক্রসের হিসাব অনুসারে, চলতি বছরের প্রথম চার মাসে মাত্র ১৮১ জন অভিবাসন প্রত্যাশী স্পেনে ঢুকেছেন। ২০১৯ সালে, এই সংখ্যাটি ছিলো এক হাজার ৭৮১\
প্রতিবেদকঃ কবির হোসেন\
Posted in: আর্ন্তজাতিক