করোনা সংকট নিয়ে আ’ লীগের অনলাইন আলোচনা আজ
মহামারী করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকার ও দলের কর্মকাণ্ড এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের করণীয় ঠিক করতে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার ‘করোনাভাইরাস সংকটে মানবিক সহায়তা’শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারতি হবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ।
আলোচনায় অংশ নেবেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি শিপ্রা দাশ অংশ নেবেন।
ইতোমধ্যে গত ১৫ মে ‘করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জনসচেতনতা’ শীর্ষক প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।