মধ্যপ্রাচ্যের যেসব দেশে মসজিদে ঈদের নামাজ নিষিদ্ধ
মসজিদে গিয়ে জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিরিয়ার সরকার।
মসজিদের বদলে বাসায় আত্মীয়-স্বজনদের নিয়ে ঈদের নামাজ আদায় করতে বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার দেশটির ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
সিরিয়ার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাণঘাতি করোনার বিস্তার ঠেকাতে এ সময়ে মসজিদের পরিবর্তে ঘরে ঈদের নামাজ আদায় করতে হবে।
এর আগে তুরস্ক, সৌদি আরব, আলজেরিয়া এবং মিসরেও ঈদের জামাতে ব্যাপক লোকসমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সৌদি সরকার ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘন্টার কারফিউ ঘোষণা করেছে। অন্যদিকে দেশটির গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ ঈদের নামাজ ঘরেও পড়া যায় বলে মন্তব্য করেছেন।
করোনা সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি সরকার পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবি ও সৌদির প্রধান দুই মসজিদসহ সব মসজিদে সীমিত করে দিয়েছিল।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল ফিতরের দিনও দেশটিতে কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
এছাড়া তুরস্কে ২৩ থেকে ২৬ মে দেশব্যাপী পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।