বাংলাদেশের দর্শক দেখে আমি অবাক হয়েছিলাম: ওয়াসিম আকরাম
১৯৯৪-৯৫ ক্রিকেট মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন ওয়াসিম আকরাম। সেই সময় ঢাকার স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে রীতিমতো অবাক হয়েছিলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়ে ওয়াসিম আকরাম পুরোনো সেই স্মৃতি চারণ করেন।
ওয়াসিম আকরাম বলেছেন, প্রথম ম্যাচে বাংলাদেশের দর্শক দেখে আমি রীতিমতো অবাক হয়েছিলাম। এখানকার মানুষের যে ক্রিকেট নিয়ে এতো বেশি উন্মাদনা রয়েছে এই বিষয়টা আমাকে অভিভূত করেছিল। তাছাড়া আমিও সেই সময় বাংলাদেশের কিছু কিছু মানুষের খুব কাছের ছিলাম। এ দেশের মানুষ, খাবার সবকিছুকেই আমি নতুন করে আবিষ্কার করতে চাইতাম। আমি মাছের ঝোল এখনও মিস করি।