বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » একটি নির্দিষ্ট সময়ের পর কী করোনা সংক্রমণ কমে আসবে, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একটি নির্দিষ্ট সময়ের পর কী করোনা সংক্রমণ কমে আসবে, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

image-308974-1589968977

করোনাভাইরাসে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের এখনও কোনো টিকা বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই অনেকে মনে করছেন ধীরে ধীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে মানুষের শরীরে।

আর ফ্লু বা ভাইরাল সংক্রমণের মতো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো এমনিতেই সেরে উঠবে মানুষ!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ধারণা মোটেও ঠিক নয়; তাই করোনার থেকে বাঁচতে এখনই আরও সতর্ক হওয়া জরুরি।

সম্প্রতি এই সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ান জানান, বিভিন্ন দেশে করোনা আক্রান্ত মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই এই ভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠবে, এ ধারণা সম্পূর্ণ ভুল!

তিনি বলেন, কোনো ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে একটি দেশের সব মানুষকে টিকা দেয়া সম্ভব নয়। তবে কাদের টিকা দেয়া হলে দেশের বেশিরভাগ মানুষকে মহামারীর হাত থেকে রক্ষা করা সম্ভব তা বিবেচনা করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই ভাইরাসের ক্ষেত্রে ‘হার্ড ইমিউনিটি’র ধারণা আদৌ কার্যকর কিনা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আর অন্যান্য ফ্লু বা ভাইরাল সংক্রমণের মতো করোনার ক্ষেত্রেও মানুষ হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে এমনিতেই সেরে উঠবে, এ ধারণা অত্যন্ত বিপজ্জনক বলেও জানান তিনি।

করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের নিয়ে একাধিক সুসংগঠিত গবেষণা ও সমীক্ষা থেকে পাওয়া তথ্য হাতে না পাওয়া পর্যন্ত ‘হার্ড ইমিউনিটি’র সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা করা সম্ভব নয় বলেও জানান তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone