এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ মে
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ মে প্রকাশ হবে। ওই দিন সকাল ১০টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে উল্লেখিত তারিখ ও সময়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবারের পরীক্ষার ফল অনলাইনেই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পাবে।
প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।