হাঁটু পানিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর
ঘূর্ণিঝড় আম্পানের দাপটে ভেসে গেছে কলকাতা বিমান বন্দরের রানওয়ে।
হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে বিমানবন্দরটির অনেক অংশ। এতে এর অনেক কাঠামোরও ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডুবে যাওয়া কলকাতা বিমানবন্দরের কিছু দৃশ্য। যেখান দেখা গেছে, পানির ওপর দাঁড়িয়ে আছে কয়েকটি বিমান।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে কলকাতা শহরের ওপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ৬ ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা শহর ও শহরতলী। ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বিমান বন্দরও। ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের টারম্যাক, রানওয়ে এবং হ্যাঙ্গার পানিতে তলিয়ে যায়। একটি ভবনের ছাদেও ভাঙন ধরেছে।