বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, December 28, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বিআইডব্লিউটিএ

তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বিআইডব্লিউটিএ 

image-309593-1590164237

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও আশুগঞ্জে তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতর (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার কর্মহীন নৌশ্রমিক, কুলি, মাঝি, দিনমজুর ও ভবঘুরে মানুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সহায়তা দেয়া হয়।

এর মধ্যে ঢাকা নদীবন্দরে (সদরঘাট) দুই হাজার এবং আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দরে এক হাজার মানুষকে এ সহায়তা দেয়া হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়। ঢাকা নদীবন্দর ও বরিশাল নদীবন্দরে অব্যাহতভাবে এ খাদ্যসামগ্রী দিয়ে আসছে।

ঢাকা বন্দর কর্মকর্তা এ কে এম আরিফ বলেন, করোনা সংক্রমণের পর থেকে সদরঘাটের অসহায় মানুষদের প্রতিদিনই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে বিশেষ এখাদ্য উপহার দেয়া হল।

অপরদিকে আশুগঞ্জ-ভৈরব বাজার নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা নৌযান শ্রমিক, কুলিসহ বিভিন্ন পেশার এক হাজার মানুষকে শুক্রবার খাদ্য সহায়তা দিয়েছি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone