তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বিআইডব্লিউটিএ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও আশুগঞ্জে তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতর (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার কর্মহীন নৌশ্রমিক, কুলি, মাঝি, দিনমজুর ও ভবঘুরে মানুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সহায়তা দেয়া হয়।
এর মধ্যে ঢাকা নদীবন্দরে (সদরঘাট) দুই হাজার এবং আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দরে এক হাজার মানুষকে এ সহায়তা দেয়া হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়। ঢাকা নদীবন্দর ও বরিশাল নদীবন্দরে অব্যাহতভাবে এ খাদ্যসামগ্রী দিয়ে আসছে।
ঢাকা বন্দর কর্মকর্তা এ কে এম আরিফ বলেন, করোনা সংক্রমণের পর থেকে সদরঘাটের অসহায় মানুষদের প্রতিদিনই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে বিশেষ এখাদ্য উপহার দেয়া হল।
অপরদিকে আশুগঞ্জ-ভৈরব বাজার নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা নৌযান শ্রমিক, কুলিসহ বিভিন্ন পেশার এক হাজার মানুষকে শুক্রবার খাদ্য সহায়তা দিয়েছি।