রাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট চলছে
রাজশাহী প্রতিনিধি : সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ডাকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে।
আজ শনিবার ভোর থেকে তীব্র কুয়াশা উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত সাবাস বাংলাদেশের মাঠে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়েও দিয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্রীরা মুন্নুজান হলের সামনে জড়ো হন। পরে প্রায় দেড় হাজার ছাত্রীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম, আমির আলী, আব্দুল লতিফ, শের-ই-বাংলা, মাদার বখ্শ, বঙ্গবন্ধু শেখ মুজিব হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
গত বৃহস্পতিবারের মতো আজও ভোরে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ও সবগুলো ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দাবি না মানলে টানা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
তবে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক নয় দাবি করে তাদের অবস্থানে এখন অনড় রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের ভাড়া করে আন্দোলন চালানোর অভিযোগও করছেন তারা।