প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক সমাজ কৃতজ্ঞ : বিএফইউজে মহাসচিব
করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় সাংবাদিকদের আর্থিক অনুদান দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক সমাজ কৃতজ্ঞ জানিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যখন পুরো দেশ প্রায় স্থবির। সব পেশাজীবী মানুষের মধ্যে যখন উদ্বেগ ও উৎকণ্ঠা বিশেষ করে গণমাধ্যমকর্মীরা জীবিকার প্রশ্নে অনেকটা হিমশিম খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজের পাশে দাঁড়িয়েছেন। তিনি চলমান সংকট মোকাবেলায় অসহায়, অস্বচ্ছল ও সমস্যা জর্জরিত সাংবাদিকদের মাঝে ৩ কোটি টাকার আর্থিক অনুদান মঞ্জুর করেছেন।
শাবান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর এই অনুদান সাংবাদিক সমাজ কৃতজ্ঞতার সাথে চিরদিন প্রধানমন্ত্রীকে মনে রাখবে। এটি ইতিহাস হয়ে থাকবে। কারণ আর্থিকভাবে অস্বচ্ছল সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর এই অনুদান অনেকটাই নতুন প্রাণের সঞ্চার করেছে।
তিনি বলেন, ক্রাইটেরিয়া নির্ধারণ করে অস্বচ্ছল সাংবাদিকদের তিন ধাপে এই তিন কোটি টাকা বিতরণ করা হবে।